Main Comtent Skiped
Wellcome to National Portal

পল্লী মাতৃকেন্দ্র

পল্লী মাতৃকেন্দ্র

বাংলাদেশের মোট জনসংখ্যার অর্ধেক নারী, যাদের অধিকাংশই পল্লী অঞ্চলে বসবাসকারী সুবিধাবঞ্চিত। এ সকল নারীদের ক্ষমতায়ন, অর্থনৈতিক মুক্তি তথা আর্থ-সামাজিক উন্নয়নের লক্ষ্যে সমাজকল্যাণ মন্ত্রণালয়াধীন সমাজসেবা অধিদপ্তর ১৯৭৫ খ্রিস্টাব্দ হতে পল্লী মাতৃকেন্দ্র (আর এম সি) কর্মসূচি বাস্তবায়ন করে আসছে। নারীর সক্রিয় অংশগ্রহণ নিশ্চিতকরণের মাধ্যমে অনগ্রসর, বঞ্চিত, দরিদ্র ও সমস্যাগ্রস্ত নারীদের সংগঠিত করে পরিবার ভিত্তিক দরিদ্রতা হ্রাস করা  হচ্ছে। এ কার্যক্রমের মাধ্যমে উপজেলা পর্যায়ের গ্রাম এলাকার লক্ষ্যভুক্ত নিম্ন আয়ের অনগ্রসর দরিদ্র নারীদের সংগঠিত করে তাদের নিজস্ব পুঁজি গঠন করা হয়। শুধুমাত্র জন্মদানে সক্ষম নারীদের অংশগ্রহণে পল্লী মাতৃকেন্দ্র কার্যক্রম বাস্তবায়ন করা হচ্ছে।

বর্তমানে দেশের ৬৪ জেলার ৪৯৫ টি উপজেলায় এ কর্মসূচি চালু রয়েছে। পল্লী মাতৃকেন্দ্রের মূল লক্ষ্য হচ্ছে গ্রামের দরিদ্র নারীদের ছোট পরিবার গঠনের উপকারিতা, বয়স্ক শিক্ষা, স্বাস্থ্য ও পুষ্টি, মা ও শিশুযত্ন সম্পর্কে অবহিত এবং উদ্বুদ্ধকরণেরপাশাপাশি দরিদ্রতম জনগোষ্ঠীর অর্থনৈতিক উন্নয়নের লক্ষ্যে ক্ষুদ্রঋণ প্রদান, সঞ্চয় সৃষ্টি ও অর্থকরী লাভজনক কর্মকান্ডের মাধ্যমে আয় বৃদ্ধির ব্যবস্থা করা। এ কর্মসূচির আওতায় প্রত্যেক সদস্যকে ১০,০০০/- থেকে ৫০,০০০/-  পর্যন্ত সুদমুক্ত ক্ষুদ্রঋণ প্রদান করা হয়।  ৫% সার্ভিস চার্জসহ সমান ১০টি কিস্তিতে সর্বোচ্চ ১ বছর মেয়াদে এ ঋণ পরিশোধযোগ্য। 

  

পরিসংখ্যানঃ

  • মাতৃকেন্দ্রের সংখ্যা: ১২০৭১ টি
  • আওতাভুক্ত ইউনিয়ন সংখ্যা: ৪৩৮৩টি
  • আওতাভুক্ত গ্রামের সংখ্যা: ১২০৭১ টি
  • ক্ষুদ্রঋণ হিসেবে প্রাপ্ত তহবিল  : ১৪২.১৩  কোটি টাকা
  • বিনিয়োগকৃত অর্থের পরিমাণ: ১১৭.৫০ কোটি টাকা
  • পুন:বিনিয়োগকৃত অর্থের পরিমাণ: ২২২.৮৭  কোটি টাকা
  • আদায়কৃত সার্ভিস চার্জ: ২৬.২৪ কোটি টাকা
  • দলীয় সঞ্চয়ের পরিমাণ: ৫.৭ কোটি টাকা
  • বিতরণকৃত অর্থ আদায়ের হার: ৮৭%
  • উপকৃত পরিবার সংখ্যা: ৬ লক্ষ ৭৫ হাজার পরিবার

 

উদ্দেশ্য:

  • দরিদ্র নারীদের সংগঠিত করে উন্নয়নের মূল স্রো্তধারায় নিয়ে আসা;
  • দারিদ্র বিমোচন ও জীবনযাত্রার মান উন্নয়ন;
  • পরিকল্পিত পরিবার তৈরীতে সহায়তা প্রদান;
  • জাতীয় জনসংখ্যা কার্যক্রম বাস্তবায়ন সংশ্লিষ্ট সেবা;
  • সচেতনতামূলক উদ্বুদ্ধকরণ এবং দক্ষতা বৃদ্ধি;
  • লক্ষ্যভুক্ত নারীদের সংগঠনের নিজস্ব পুঁজি গঠন।

সেবা গ্রহীতা:

  • বাংলাদেশের স্থায়ী নাগরিক
  • নির্বাচিত গ্রামের বাসিন্দা
  • পল্লী মাতৃকেন্দ্রের কর্মদলের দলীয় সদস্য
  • পারিবারিক গড় আয়: ০ হতে ৫০০০০ টাকা পর্যন্ত, ‘ক’ শ্রেণি (দরিদ্রতম)
  • পারিবারিক গড় আয়: ৫০০০১ টাকা হতে ৬০০০০ টাকা পর্যন্ত ‘খ’ শ্রেণি (দরিদ্র)
  • পারিবারিক গড় আয়: ৬০০০১ টাকার ঊর্ধ্বে (ধনী/দারিদ্র্য সীমার উপরে ) ‘গ’ শ্রেণি