জাতীয় পর্যায়ের প্রতিষ্ঠানকে অনুদান:
সুনির্দিষ্ট নীতিমালার আলোকে ব্যাপক কার্যক্রমে জড়িত বেসকারি স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠানকে বাংলাদেশ জাতীয় সমাজকল্যাণ পরিষদ হতে স্বীকৃতি প্রদান করা হয়ে থাকে। এ সকল প্রতিষ্ঠানকে আবেদনের প্রেক্ষিতে বাংলাদেশ জাতীয় সমাজকল্যাণ পরিষদ হতে বাৎসরিক অনুদান প্রদান করা হয়। জাতীয় পর্যায়ের প্রতিষ্ঠানসমূহের পরিচালিত কার্যক্রম দ্বারা দেশের অসংখ্য মানুষ উপকৃত হয়ে থাকে। গত ২০২২-২০২৩ অর্থবছরে ১৯ টি জাতীয় পর্যায়ের প্রতিষ্ঠানকে ১,৫০,০০,০০০/- (এক কোটি পঞ্চাশ লক্ষ টাকা) অনুদান প্রদান করা হয়েছে।
রোগী কল্যাণ সমিতিকে অনুদান:
দুস্থঃ, অসহায় ও দরিদ্র রোগীদের চিকিৎসা ও সহজে হাসপাতালে ভর্তি করা, বিনামূল্যে ঔষধ প্রদান সহ অন্যান্য সাহায্য প্রদানের লক্ষ্যে দেশের প্রতিটি সরকারি মেডিকেল কলেজ হাসপাতাল, বিশেষায়িত হাসপাতাল এবং প্রতিটি জেলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ রোগী কল্যাণ সমিতিকে বাংলাদেশ জাতীয় সমাজকল্যাণ পরিষদ হতে আর্থিক অনুদান প্রদান করা হয়। গত ২০২২-২০২৩ অর্থবছরে ৫২৯ টি রোগী কল্যাণ সমিতিকে ১৬,০০,০০,০০০/- (ষোলো কোটি টাকা) অনুদান প্রদান করা হয়েছে।
শহর সমাজ উন্নয়ন প্রকল্প পরিষদকে অনুদান (ইউসিডি):
সারা দেশে জেলা পর্যায়ে ৮০ টি শহর সমাজ উন্নয়ন প্রকল্প পরিষদ রয়েছে স্বল্প সুবিধাভোগী , সুবিধাবঞ্চিত ও গরিব জনসাধারণের কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে তাদের সাধারন ও কারিগরি শিক্ষা এবং বিভিন্ন বৃওি মূলক প্রশিক্ষণ প্রদানপূর্বক পছন্দনীয় পেশায় সুযোগ সৃষ্টি করে আর্থ সামাজিক অবস্থার উন্নয়ন সাধন করাই শহর সমাজ উন্নয়ন প্রকল্প পরিষদের উদ্দেশ্য। এ সকল প্রকল্প পরিষদের আবেদনের প্রেক্ষিতে বাংলাদেশ জাতীয় সমাজকল্যাণ পরিষদ হতে এককালীন আর্থিক অনুদান প্রদান করা হয়ে থাকে। গত ২০২২-২০২৩ অর্থবছরে ৮০ টি শহর সমাজ উন্নয়ন প্রকল্প পরিষদকে ২,৫০,০০,০০০/- (দুই কোটি পঞ্চাশ লক্ষ টাকা) অনুদান প্রদান করা হয়েছে।
অপরাধী সংশোধন ও পুনর্বাসন সমিতিকে অনুদান:
সাজাপ্রাপ্ত আসামিদের দক্ষতা উন্নয়নের লক্ষে দেশের ৬৪ টি জেলায় ৬৪ টি জেলখানায় অপরাধী সংশোধন ও পুনর্বাসন সমিতি রয়েছে, জেলে কয়েদিদের প্রশিক্ষণ কর্মসূচির মাধ্যমে দক্ষতা উন্নয়ন এবং পুনর্বাসন করাই এর উদ্দেশ্য। এ সকল অপরাধী সংশোধন ও পুনর্বাসন সমিতির আবেদনের প্রেক্ষিতে বাংলাদেশ জাতীয় সমাজকল্যাণ পরিষদ হতে এককালীন আর্থিক অনুদান প্রদান করা হয়ে থাকে। গত ২০২২-২০২৩ অর্থবছরে ৬৪ টি অপরাধী সংশোধন ও পুনর্বাসন সমিতিকে ১,০০,০০,০০০/- (এক কোটি টাকা) অনুদান প্রদান করা হয়েছে।
নিবন্ধিত সাধারণ স্বেচ্ছাসেবী সংগঠনকে অনুদান
দেশব্যাপী সমাজকল্যাণ-মূলক কার্যক্রমের বিস্তৃতির লক্ষ্যে সাধারণ স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান অল্প পরিসরে হলেও বিভিন্ন আর্থ সামাজিক উন্নয়ন মূলক কাজ করে যাচ্ছে। স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠানের সাথে জড়িয়ে আছে দেশের লক্ষ লক্ষ দুঃস্থ মানুষ ও সমাজকর্মী। দেশের আর্থ সামাজিক অবস্থার উন্নয়নে এ সকল প্রতিষ্ঠান গুলো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। বাংলাদেশ জাতীয় সমাজকল্যাণ পরিষদ সারাদেশে সমাজসেবা অধিদপ্তর কর্তৃক নিবন্ধিত সাধারণ স্বেচ্ছাসেবী সংগঠনকে অনুদান প্রদান করে থাকে। গত ২০২২-২০২৩ অর্থবছরে ৪৪৮১ টি নিবন্ধিত সাধারণ স্বেচ্ছাসেবী সংগঠনকে ১১,০০,০০,০০০/- (এগারো কোটি টাকা) অনুদান প্রদান করা হয়েছে।