Main Comtent Skiped
Wellcome to National Portal

আমাদের অর্জনসমূহ

সমাজসেবা অধিদফতর গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অন্যতম জাতিগঠনমূলক দপ্তর হিসাবে দেশের দুঃস্থ, দরিদ্র, অবহেলিত, অনগ্রসর,  সুযোগ-সুবিধাবঞ্চিত, সমস্যাগ্রস্ত পশ্চাৎপদ ও প্রতিবন্ধী জনগোষ্ঠীকে সেবা প্রদান করছে। লক্ষ্যভুক্ত এ সকল জনগোষ্ঠীকে মানব সম্পদে পরিণত করে সমাজসেবা অধিদফতর দারিদ্র্যবিমোচন এবং সামাজিক নিরাপত্তা প্রদানের মাধ্যমে দেশের সার্বিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। এ লক্ষ্যে সমাজসেবা অধিদফতরের আওতাধীন শহর সমাজসেবা কার্যালয়, কিশোরগঞ্জ কর্তৃক গত  বছর পর্যন্ত(২০২০-২১ অর্থ বছর)  ২১৪৩জন বয়স্ক ভাতাভোগী, ৩৮২জন বিধবা, স্বামী নিগৃহীতা মহিলা ভাতাভোগী এবং ১১৩২জন অসচ্ছল প্রতিবন্ধী ভাতাভোগী, ১৪৭ জন প্রতিবন্ধী শিক্ষার্থীর উপবৃত্তি সর্বমোট ৩৮০৪জন ভাতাভোগী’র নামে ব্যাংক হিসাব খোলা হয়েছে। ভাতাভোগীকে G2P (Government to Person) ইলেকট্রনিক পদ্ধতিতে ও ভাতাভোগীর ব্যাংক হিসেবে সরাসরি ভাতার অর্থ পরিশোধ করা হচ্ছে। ১৪০০ জন প্রতিবন্ধী ব্যক্তির প্রতিবন্ধিতা সনাক্তকরণ, তার মাত্রা নিরূপন ও পরিচয়পত্র প্রদান করা হয়েছে। ৩৬৫৭ জন ভাতাগ্রহীতাকে ই-পেমেন্টে ভাতা প্রদান করা হয়েছে। জেলা পর্যায়ে ০১ টি জেলা সমাজসেবা কমপ্লেক্স নির্মাণের পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। যেখানে জেলা সমাজসেবা কার্যালয় কমপ্লেক্স এর অফিস নির্মিত হচ্ছে, সেখানেই স্থানান্তরিত হবে শহর সমাজসেবা কার্যালয়, কিশোরগঞ্জ